ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর চুক্তি আগামী জুনেই শেষ হচ্ছে। তিন মৌসুম ধরে ‘রেড ডেভিলস’দের হয়ে খেলার পর তার সামনে রয়েছে দুই পথ—একদিকে ওল্ড ট্র্যাফোর্ডে চুক্তি নবায়ন, অন্যদিকে সৌদি ক্লাব আল-নাসর থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাব।সৌদি ক্লাবটির প্রধান পরিকল্পনা হলো কাসেমিরোকে আবারও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে একত্রিত করা। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে দুজনের সফল সময়ের স্মৃতি কাজে লাগিয়ে এবার তারা মধ্যপ্রাচ্যে একসাথে নতুন ইতিহাস গড়তে চায়।অন্যদিকে, ইউনাইটেডের বর্তমান অবস্থা মোটেই ভালো নয়। নতুন মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচে হার, একটি ড্র আর মাত্র একটি জয় নিয়ে তারা লিগ টেবিলে ১৪তম স্থানে নেমে গেছে। অবনমন অঞ্চলের থেকে মাত্র এক পয়েন্ট দূরে থাকায় দলটি প্রবল চাপের মধ্যে রয়েছে।এই পরিস্থিতিতে ইংলিশ গণমাধ্যমগুলো মনে করছে, কাসেমিরো ক্লাব ছাড়তে পারেন।তবে একই সঙ্গে ইঙ্গিত দিচ্ছে যে, ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে তাকে দলে রাখতে, কারণ এমন এক সংকটকালীন সময়ে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে হারানো তাদের জন্য ভয়াবহ ক্ষতি হতে পারে। ইন্টারনেট।
ফুটবল
কাসেমিরোকে আল নাসরের লোভনীয় প্রস্তাব
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর চুক্তি আগামী জুনেই শেষ হচ্ছে। তিন মৌসুম ধরে ‘রেড ডেভিলস’দের হয়ে খেলার পর তার সামনে রয়েছে দুই পথ—একদিকে ওল্ড ট্র্যাফোর্ডে চুক্তি নবায়ন,