দর্শকসংখ্যা কম হলেও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনার কমতি নেই। বিশেষ করে টিকিটের দামে যেন আগুন লেগেছে। সর্বনিম্ন ৩১২ ডলার (প্রায় ৩৮ হাজার টাকা) থেকে শুরু করে রিসেল মার্কেটে একেকটি টিকিটের দাম ছুঁয়েছে ১০ লাখ টাকার কাছাকাছি! টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি। ৭০ মিলিয়ন ডলার প্রাইজমানির এই লড়াইয়ে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে লুইস এনরিকের পিএসজিকে। তবে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার বাজি ধরেছেন চেলসির ওপর।চমক জাগানো পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। গ্রুপ পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদ, এরপর শেষ ষোলোতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও ছিল দাপুটে জয়। এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছে ফরাসি ক্লাবটি, সেখানে করেছে ১৬টি গোল।অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হয়ে ফাইনালে উঠেছে চেলসি। কিছুটা রক্ষণভাগ দুর্বল হলেও আক্রমণে সেটি পুষিয়ে দিয়েছেন এঞ্জো মারেসকার শিষ্যরা।বিজয়ী দল পাবে ৪০ মিলিয়ন ডলার (প্রায় ৪৮৭ কোটি টাকা), রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার। ম্যাচ ফি ও অংশগ্রহণ ফি তো আছেই।
ফুটবল
ক্লাব বিশ্বকাপ
১০ লাখ টাকায় বিক্রি ফাইনালের টিকিট
দর্শকসংখ্যা কম হলেও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনার কমতি নেই। বিশেষ করে টিকিটের দামে যেন আগুন লেগেছে। সর্বনিম্ন ৩১২ ডলার (প্রায় ৩৮ হাজার টাকা) থেকে শুরু করে রিসেল মার্কেটে একেকটি টিকিটের দাম ছুঁয়েছে
Printed Edition
