২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে সেই কাতার বিশ্বকাপের পর থেকে। বিভিন্ন সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষবার তো বলেই দেন যে শতভাগ ফিট থাকলে ফুটবলের মেগা ইভেন্টে দেখা যাবে তাকে। এবার ২০২৬ বিশ্বকাপে খেলার প্রসঙ্গে আরেকটু ইতিবাচক মন্তব্য করলেন মেসি।আসন্ন বিশ্বকাপের ২২টি দেশের জার্সি কিছুদিন আগে উন্মোচন করে অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির এক বাণিজ্যিক ভিডিওতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়সহ সংগীতশিল্পী বিজারর্যাপ ও আর্জেন্টাইন সাবেক তারকা আনহেল ডি মারিয়া। ভিডিওটিতে রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, ক্রিস্টিয়ান রোমেরোদের কথা বলতে দেখা যায়। সেখানে খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার তাস খেলার দৃশ্য দেখানো হয়। তাসে ‘চার’ সংখ্যা উঠতেই মেসি বলে ওঠেন, ‘এটি আমার চাই’। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। আসন্ন ২০২৬ বিশ্বকাপ আলবিসেলেস্তেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন। মেসির এ সংক্ষিপ্ত বার্তাকে বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে ধারণা করা হচ্ছে। দলকে চতুর্থ বিশ্বকাপ এনে দেয়ার প্রতিফলন হতে পারে ৩৮ বছর বয়সী মেসির এই চাওয়া।