গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরীর। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হওয়ার কথা ছিল হামজার। তবে তার ৫ দিন আগেই ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় এই তারকার। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বুধবার সভা করে সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে তার ৫ দিন আগে ৫ জুন ঢাকায় ফিফা ফ্রেন্ডলির আয়োজন করার। ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই প্রথম ঘরের মাঠে খেলবেন হামজা চৌধুরী।বুধবার কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কবে থেকে হামজা-জামালরা অনুশীলন শুরু করবেন সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের অনুশীলন শুরু হবে ৩১ মে। এ সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব ঢাকায় আয়োজনের জন্য আবেদনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।