ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত জয় নিয়ে ঘরে ফিরেছে বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটির মাঠ অ্যাশটন গেটে ৩-০ ব্যবধানে জিতে দ্বিতীয় লেগে ফাইনালের টিকিট নিশ্চিত করার স্বপ্ন দেখছে ব্লেডসরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে বড় ধাক্কা খায় স্বাগতিক ব্রিস্টল সিটি। শেফিল্ডের কিফার মুরকে বক্সে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রব ডিকি। ফলাফল, পেনাল্টি থেকে হ্যারিসন বারোস গোল করে এগিয়ে দেন শেফিল্ডকে। এর আগে অবশ্য শেফিল্ড ইউনাইটেড গোল করেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। টাইরিস ক্যাম্পবেলের হেডে বল জালে গেলেও সহকারী রেফারির পতাকায় উল্লাস থেমে যায়। সেই মুহূর্তে অফসাইডে ছিলেন সিডি পেক। দ্বিতীয়ার্ধে সংখ্যাগত সুবিধাকে কাজে লাগায় শেফিল্ড ইউনাইটেড। কোচ ক্রিস ওয়াইল্ডার পরিবর্তন এনে আক্রমণকে আরও ধারাল করেন। ৬ মিনিটের ব্যবধানে জালে বল পাঠান বদলি খেলোয়াড় আন্দ্রে ব্রুকস ও ক্যালাম ও’হেয়ার। প্রথমে ও’হেয়ারের চোখ ধাঁধানো ডামিতে বারোসের নিচু ক্রসে গোল করেন ব্রুকস। পরে কর্নার থেকে হেড-পাস পেয়ে খুব কাছ থেকে স্কোরলাইনে তৃতীয় গোলটি যোগ করেন ও’হেয়ার।১৭ বছর পর প্লে-অফ খেলার সুযোগ পেয়ে আশাবাদী ছিল ব্রিস্টল সিটি। কিন্তু এক লাল কার্ড আর শেফিল্ডের পরিকল্পিত আক্রমণ তাদের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। পুরো ম্যাচে একমাত্র উল্লেখযোগ্য চেষ্টায় বার কাঁপান জো উইলিয়ামস।খেলা শেষে শেফিল্ড কোচ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের চোখে আমি জয়ের ক্ষুধা দেখেছি। সবাই দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে। তবে কাজ এখনো শেষ হয়নি। ব্রামাল লেনে দ্বিতীয় লেগে দর্শকভর্তি মাঠ চাই।’ বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য এই জয় আরও তাৎপর্যপূর্ণ। কেননা এই দলের অংশই এখন হামজা চৌধুরীÑ দেশের প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে। সোমবার রাতে ব্রামাল লেনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। এই ব্যবধানে এগিয়ে থাকলেও শেফিল্ড ইউনাইটেড জানে, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি পাওয়ার সুযোগ নেই।