এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে এই হারের পর কোচ হ্যাভিয়ের কাবরেরাকে নিয়ে নানা মত তৈরি হয়েছে। হাই ভোল্টেজ ম্যাচে দল নির্বাচনে ত্রুটি ও কৌশলে অপরিপক্কতা ফুটবল সংশ্লিষ্ট অনেকের চোখে পড়েছে। টানা ব্যর্থতার কারনে স্প্যানিশ এই কোচকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার পক্ষে ফুটবল সংশ্লিষ্টরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এরই মাঝে শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও কমিটির সদস্যরা। সেই ভরা মজলিশেই কাবরেরার পদত্যাগ চেয়েছেন বাফুফে ও জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন। তিনি বলেছেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সড়ানোর এজেন্ডা নিয়েই আমি কথা বলতে এসেছি। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।’
হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ পর্যন্ত। এর মানে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। এখন তাকে পদত্যাগ করতে গেলে বাফুফেকে বাড়তি জরিমানা দিতে হবে।সংবাদ সম্মেলন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন, ‘যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব।’সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন হলে তিনি বলেন, ‘এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে।’