বাবা আমিনুর রহমান রিকশা গ্যারেজে কাজ করার পাশাপাশি ফুটবলও খেলতেন। স্বপ্ন ছিল বড় পরিসরে নিজেকে মেলে ধরবেন। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তা সম্ভব হয়নি। তবে ছেলে আল আমিন সেই স্বপ্ন আপাতত পূরণ করেছেন। জাতীয় দলে দুটি ম্যাচ খেলে আলোচনায় উঠে এসেছেন। সেই ছেলে এবার বাবার স্বপ্ন পূরণের পাশাপাশি কষ্টমোচনও করেছেন। কাজে যেতে সহায়তার জন্য বাবাকে মোটরসাইকেল উপহার দিয়েছেন আল আমিন। আল আমিনের বাবা আমিনুর রহমান অনেক দিন ধরে রিকশার গ্যারেজ বাদ দিয়ে স-মিলে কাজ করছেন। বাসা থেকে কর্মস্থলে যেতে বেশ সময় লাগে। পাশাপাশি কষ্টও হয়। তাই যাতায়াত সহজ করার জন্য বাবাকে ২ লাখ ২০ হাজার টাকায় কেনা মোটরসাইকেল উপহার দিয়েছেন। আল আমিন বলেছেন, ‘বাবা আমার জীবনে সবকিছু। আজ আমি ফুটবল খেলছি বাবার কারণেই। বাবার স-মিলে যেতে কষ্ট হয়। একটু দূরেও। তাই ফুটবল খেলা থেকে আয়ের এক অংশে বাবার জন্য হোন্ডা কিনেছি। যেন নিজেই চালিয়ে কাজে যেতে পারেন।
ফুটবল
বাবার কষ্টমোচনে মোটরসাইকেল উপহার আল আমিনের
বাবা আমিনুর রহমান রিকশা গ্যারেজে কাজ করার পাশাপাশি ফুটবলও খেলতেন। স্বপ্ন ছিল বড় পরিসরে নিজেকে মেলে ধরবেন। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তা সম্ভব হয়নি। তবে ছেলে আল আমিন সেই স্বপ্ন আপাতত পূরণ করেছেন।