সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রথম আসরের দল সংখ্যা ও দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ডিসেম্বরে পাঁচটি ক্লাব নিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) শুক্রবার এক বিবৃতিতে জানায়, নেপালে আগামী ৫ ডিসেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়ে শেষ হবে ২০ ডিসেম্বর। বাংলাদেশের ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি এই আসরে অংশ নিবে।বাকি চার ক্লাব ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, ভারতের ইস্ট বেঙ্গল, নেপালের এপিএফ ফুটবল ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি ফুটবল ক্লাব।

প্রথমবারের মতো এই আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাত্তেল।এটা ঐতিহাসিক একটি প্রতিযোগিতা, যেহেতু সাফ প্রথম কোনো আঞ্চলিক সংস্থা, এশিয়ার পাঁচটি আঞ্চলিক সংস্থার মধ্যে যারা প্রথম মেয়েদের ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে।দক্ষিণ এশিয়ার মেয়েদের জাতীয় দলের সাম্প্রতিক সময়ের উন্নতি খুবই আশাব্যাঞ্জক। বাংলাদেশ ও ভারতের মতো সদস্য দেশগুলো এএফসির প্রতিযোগিতার ফাইনালসে জায়গা করে নিচ্ছে, অন্য দলগুলো বাছাইয়ে তাদের শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে। এই ক্লাব চ্যাম্পিয়নশিপ দিয়ে আমরা আমাদের সদস্য দেশগুলোর মধ্যে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ তৈরি করতে এবং এই অঞ্চলের নারী ফুটবলের বেড়ে ওঠার সাফল্য উদযাপন করতে চাই।