নতুন কোচ কার্লো আনচেলত্তি সোমবার রাতেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তিনি এসেই ব্রাজিল দলে বড় কিছু পরিবর্তন এনেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত তার প্রথম স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। তবে ফিরেছেন অভিজ্ঞ কাসেমিরো, রিশার্লিসন ও অ্যান্টনি। অক্টোবর ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলার সময় তার বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। ব্রাজিল দলেও খেলা হয়নি আর। নেইমার সম্প্রতি চোট থেকে সেরে উঠে সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে সেলেসাওদের দলে ফেরা হয়নি তার।