নতুন আঙ্গিকে আয়োজিত ক্লাব বিশ্বকাপকে অযৌক্তিক বলেই মনে করছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, এই টুর্নামেন্টের ফুটবল ক্যালেন্ডারে কোনো জায়গা নেই। বরং এটিকে একেবারেই বাদ দেয়া উচিত। মাদ্রিদে এক অনুষ্ঠানে ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছেন তেবাস। সেখানে তিনি বলেন, ‘আমার লক্ষ্য হলো ক্লাব বিশ্বকাপ আর না থাকা। এর কোনো জায়গা নেই। এই মডেল ঘরোয়া লিগগুলোর পরিবেশকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।’
৬২ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবল প্রশাসক মনে করেন, ক্লাব বিশ্বকাপের আগের সংস্করণই যথেষ্ট ছিল। যেখানে মাত্র এক সপ্তাহের একটি সংক্ষিপ্ত আয়োজন হতো। ‘আমাদের যেটুকু পরিবেশ আছে, তা বজায় রাখা জরুরি। এই আয়োজন বাদ দিতে হবে’, যোগ করেন তেবাস। তেবাস আগেও ক্লাব বিশ্বকাপের সমালোচনায় মুখর ছিলেন। গত সপ্তাহে তিনি একে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলেও উল্লেখ করেন। এবারই প্রথম ৩২ দল নিয়ে মাসব্যাপী ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই আসরের ফাইনাল হবে আগামী ১৩ জুলাই। তবে টুর্নামেন্টে দর্শক আগ্রহ কমে যাওয়ায় আরও প্রশ্নের মুখে পড়েছে এটি। আটলান্টার ৭১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সোমবার চেলসি ও লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচে গ্যালারিতে দেখা গেছে মাত্র ২২ হাজার ১৩৭ দর্শক। ইন্টারনেট।