এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে জিততে জিততে শেষ পর্যন্ত হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল। হৃদয়বিদারক এই হারের পরের দিনই ফিরতি লেগ খেলতে গতকাল হংকং গেছে বাংলাদেশ দল। ১৪ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচ খেলার জন্য দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিমানবন্দরে হংকং ম্যাচের একাদশ নিয়ে জামাল বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলব। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’ বাংলাদেশ হামজার গোলে লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে হংকং সমতা আনে। দ্বিতীয়ার্ধে আবার তারা দ্রুত দুই গোল করে স্কোরলাইন ৩-১ করে। শেষ ১৫ মিনিটে যখন বাংলাদেশ দুই গোল করে স্কোরলাইন ৩-৩ করল। তখন ড্র হতে যাওয়া ম্যাচটা ছিল জামালদের জন্য জয়ের আনন্দ। সেটা শেষ মিনিটের গোল হজমে হেরে বিষাদে পরিণত হয়। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়া, ‘এই দলের একটা হিস্টরি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।' হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ এক গোলের লিড নিলেও খেলার এক পর্যায়ে ৩-১ স্কোরলাইনে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে জামাল, সামিত, ফাহমিদুল ও জায়ান নামার পর খেলার ছন্দ বদলে যায়। বাংলাদেশ সুন্দর ফুটবলের পাশাপাশি দু'টি গোলও আদায় করে। এই ম্যাচে নিজের ও বদলি চার ফুটবলারের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি, সামিত, ফাহামিদুল ও জায়ান যখন একসঙ্গে ওয়ার্ম-আপ শুরু করেছি, তখন ওদেরকে বলেছি আমরা যখন নামব, তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। চারজনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’

ডিফেন্ডার সাদ উদ্দিন ও মিডফিল্ডার সোহেল রানা ম্যাচ জুড়ে একাধিক ভুল করেছেন। জাতীয় দলে অভিষেক হয়েছে ডিফেন্ডার জায়ান আহমেদের। জায়ানের গতি ও স্কিলে সবাই মুগ্ধ। অধিনায়ক জামাল ভূঁইয়াও কার্যকরী ফুটবল খেলেছেন। তাই ফুটবলাঙ্গনে প্রশ্ন উঠেছে জায়ান ও জামালরা একাদশে ছিলেন না কেন।এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে সাত পয়েন্ট নিয়ে হংকং সবার ওপরে। তিন ম্যাচে সিঙ্গাপুরের পয়েন্ট ৫, ভারতের ২ আর বাংলাদেশের ১। এশিয়ান কাপ বাছাইয়ে আর তিন ম্যাচ রয়েছে। তিন ম্যাচের পর গ্রুপে শীর্ষে থাকা এখন বাংলাদেশের পক্ষে অনেকটাই কঠিন। এরপরও আশা ছাড়ছেন না অধিনায়ক, ‘আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়। জেতা সম্ভব হবে না কেন?’ হামজা-সামিত বাংলাদেশ দলে যোগ দেওয়ায় ফুটবলপ্রেমীরা আবার মাঠমুখো হয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিশ হাজারের বেশি সমর্থক ছিলেন। গতকাল দেশ ছাড়ার আগে অধিনায়ক সমর্থকদের উদ্দেশে বলেন,' সমর্থকদের ধন্যবাদ। তাদের ৩ পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারব।’