দেশের ফুটবলাঙ্গনে এখন সুদিনের বাতাস বইছে। সম্প্রতি ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। গত জুলাইয়ে মিয়ানমারে বাংলাদেশ জাতীয় নারী দল এবং এ মাসে লাওসে অনূর্ধ্ব ২০ নারী দল মহাদেশীয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। এএফসি এশিয়ান কাপের সর্বোচ্চ পর্যায়ে ওঠা বাংলাদেশের ফুটবলে আরেকটি সুখবর। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২৩ নভেম্বর তিনি ঢাকায় আগমন করবেন, অবস্থান করবেন ২৬ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্যতম সহ–সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ বৃহস্পতিবার এএফসির সভাপতির ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। নভেম্বরে চারদিনের সফরে আসবেন। মাত্রই চূড়ান্ত হয়েছে তার আসাটা, তাই এখনেই কর্মপরিকল্পনা ঠিক করা হয়নি।’ উল্লেখ্য এর আগে বাংলাদেশে ফিফার দুই সাবেক সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ একাধিকবার এসেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিরাও এসেছিলেন। কোনো সময়ই সেই সফরের দৈর্ঘ্য এক-দুই দিনের বেশি হয়নি। এবারই প্রথম চার দিনের সফরে আসছেন ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সালমান এএফসি সভাপতির পাশাপাশি ফিফারও সহ-সভাপতি। তাই বিশ্ব ফুটবলের অন্যতম শীর্ষ কর্তার সফরকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় বাফুফে। তাই তাবিথ আওয়ালের ফেডারেশন সকল স্টেকহোল্ডার ক্লাব, জেলা, একাডেমি রেফারি, মিডিয়া সহ বাফুফে এএফসি সভাপতির সফরসূচির পরিকল্পনা করছে। এদিকে বাফুফে সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রামসূচি এএফসিকে জানাবে। দুই পক্ষ আলাপ-আলোচনার পর সফরসূচি চূড়ান্ত হলে মিডিয়ায় প্রকাশ করার পরিকল্পনা বাফুফের।
ফুটবল
বাংলাদেশ সফরে আসছেন এএফসি সভাপতি
দেশের ফুটবলাঙ্গনে এখন সুদিনের বাতাস বইছে। সম্প্রতি ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। গত জুলাইয়ে মিয়ানমারে বাংলাদেশ জাতীয় নারী দল
Printed Edition
