তিন বছর আগে বিশ্বকাপে যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন, সেখানেই শিরোপা উঁচিয়ে ধরলো পর্তুগিজ যুবারা। বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় পর্তুগাল। প্রথমবারের মতো এ শিরোপা জেতার পরপরই অনূর্ধ্ব-১৭ দলকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান সিআরসেভেন।

দলের গ্রাফিকস করা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে জুড়ে দিয়ে রোনালদো লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!’ ম্যাচের ৩২তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল। সতীর্থের ডানপ্রান্তের পাস এক টোকায় ফাঁকা জালে জড়ান তিনি। এ নিয়ে প্রতিযোগিতায় ৭ গোল করেন কাবরাল। এক গোল বেশি করে গোল্ডেন বল পান রানার্সআপ দলের জোহানেস মোসার। চলতি বছরের জুনে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও ঘরে তোলে পর্তুগিজ যুবারা। এবার ধরা দিলো সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপও। পুরো ম্যাচে ছিল ফাউলের ছড়ছড়ি। দু’দল মিলিয়ে ফাউল হয় মোট ৩৩টি, যার ২৩টিই করে পর্তুগাল। বল আক্রমণেও টক্কর দেয় দু’দল। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখা পর্তুগাল গোলের দিকে ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৩টি। অস্ট্রিয়ার ১৩টির মধ্যে লক্ষ্যে থাকে ৫টি শট।

এর আগে ১৯৮৯ যুব বিশ্বকাপে তৃতীয় হওয়াই ছিল পর্তুগালের সেরা সাফল্য। প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা নিশ্চিতের পর পর্তুগিজ কোচ বিনো বলেন, ‘এই খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে পেরে আমি ভীষণ গর্ব অনুভব করি। পথচলাটা কঠিন থাকলেও, তাদের এবং আমার জন্য ছিল অনেক বিকাশের। ইউরোতে আমাদের অসাধারণ পারফরম্যান্সের পর বিশ্বকাপ জয় করতে পারা সত্যিই দুর্দান্ত। তারা যা কিছু করেছে, দেশকে এবং পর্তুগিজ ফুটবলকে যা কিছু দিয়ে এসেছে, তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’ পর্তুগালের মতো অস্ট্রেলিয়াও এবার প্রথমবারের মতো খেলে শিরোপা নির্ধারণী ম্যাচে। খুব কাছে এসেও খালি হাতে ফিরে গিয়ে অস্ট্রিয়ান কোচ হারমান স্টাডলার বলেন, ‘ম্যাচের ঠিক পরেই আমরা স্বাভাবিকভাবেই হতাশ ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা আমাদের প্রকৃত রূপ দেখিয়েছি। আমরা দারুণ লড়াই করেছি, তবে প্রথমার্ধে একটু বেশিই নিষ্ক্রিয়ভাবে খেলেছি। সত্যি বলতে, সেখানে আমাদের প্রতিপক্ষরা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা (এখন) মাথা উঁচু রেখে অস্ট্রিয়ায় ফিরে যেতে পারি।’

একই দিন আগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির সঙ্গে টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নেয় ব্রাজিল। মূল ম্যাচ শেষ হয় গোলশূন্য। এর আগে এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ব্রাজিল, পর্তুগাল, অস্ট্রিয়া ও ইতালি। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে সেমি থেকে বিদায় নেয় সেলেসাওরা। শেষ চারের অন্য ম্যাচে ইতালিকে ২-০ গোলে হারায় অস্ট্রিয়া।