লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব। ওয়ার্ল্ড ফুটবল সামিটে বিষয়টি নিশ্চিত করেছেন লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল।

সাম্প্রতিক সময়ে লিভারপুলে কঠিন সময় পার করছেন সালাহ। কোচ আর্নে স্লটের সঙ্গে তার বিরূপ সম্পর্কের কারণে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে দলে রাখা হয়নি। টানা খারাপ ফর্মের সময় সালাহ অভিযোগ করেছিলেন, ‘ক্লাব আমাকে বলির পাঁঠা করছে।’

মুগারবেল বলেন, ‘মোহামেদ সালাহ সৌদি লিগে অবশ্যই স্বাগত। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে চুক্তি সম্পন্ন করার দায়িত্ব ক্লাবগুলোর। সালাহ অবশ্যই আমাদের লক্ষ্যভুক্ত খেলোয়াড়দের একজন।’

৩৩ বছর বয়সী সালাহকে আগেও বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিল সৌদি ক্লাবগুলো। সাম্প্রতিক সময়ে আবারও তার স্থানান্তর নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। জানুয়ারিতে সৌদি লিগে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সালাহ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দিলে ক্লাব ভুলভাবে নেবে, তাই কিছু বলতে চাই না।’

তবে সব ক্লাবই তাকে দলে নিতে আগ্রহী নয়। আল খোলুদ চেয়ারম্যান বেন হারবার্গ বলেন, ‘সালাহ আমাদের লিগের সঙ্গে মানাবে না। সে ৩৩ বছর বয়সী, লিভারপুলে অনেক অর্থ উপার্জন করেছে এবং সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। কেউ হয়তো তার জনপ্রিয়তার কারণে আগ্রহী হতে পারে, যেহেতু সে এ অঞ্চলের মানুষ। কিন্তু আমার মতে, সে আমাদের লিগের জন্য উপযুক্ত নয়। সালাহ আর ভিনিসিয়ুস—যদি এ দুজনের মধ্যে বাছাই করতে হয়, আমি ভিনিসিয়ুসকেই নেব।’

হারবার্গ আরও বলেন, ‘আমি চাই আমরা ২৫ বছর বয়সী পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দিই। সালাহকে নেওয়া হলে সেটা তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ই হবে।’