স্প্যানিশ লা লিগার ‘২০২৪-২৫ মৌসুমে’ চ্যাম্পিয়ন হলো এফসি বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে বৃহস্পতিবার দিবাগত রাতে ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। এই জয়ে ৩৬ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। ফলে লিগের বাকি দুই ম্যাচে রিয়াল জিতলেও পয়েন্ট ব্যবধান ঘোচানো তাদের জন্য আর সম্ভব নয়। ফলে মৌসুমের শেষ প্রান্তে এসেই নিশ্চিত হলো হ্যান্সি ফ্লিকের প্রথম মৌসুমেই ঘরোয়া সাফল্যের ‘ট্রেবল’। এদিন অবশ্য শুরুতে গোল পায়নি বার্সা। প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত। এ সময় ডানদিক থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শটে গোল করেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এটি ছিল চলতি লিগে তার অষ্টম গোল। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকেই দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফারমিন লোপেজ।প্রথমার্ধে বার্সেলোনা বলের দখলে এগিয়ে থাকলেও খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তনে আক্রমণে ধার বাড়ায় ফ্লিকের দল। ৭৯ মিনিটে ইয়ামালকে ফাউল করায় এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেড়া সরাসরি লাল কার্ড দেখেন। এতে ১০ জনের দলে পরিণত হয়ে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে স্বাগতিকদের জন্য।এই জয়ে বার্সেলোনা তাদের ইতিহাসে ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো। একবিংশ শতাব্দীতে এটি তাদের ১২তম লিগ শিরোপা, যা স্পেনের শীর্ষ লিগে কোনো দলের সর্বোচ্চ অর্জন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ (৯টি)।
ফুটবল
ইয়ামালের চোখ ধাঁধানো গোলে বার্সার শিরোপা উৎসব
স্প্যানিশ লা লিগার ‘২০২৪-২৫ মৌসুমে’ চ্যাম্পিয়ন হলো এফসি বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে বৃহস্পতিবার দিবাগত রাতে ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।