পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনন্য কীর্তি গড়লেন ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শাদাব খান। বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ রিজওয়ানকে আউট করে পিএসএলের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ১০০ উইকেট নেয়ার নজির গড়লেন এই লেগ স্পিনার।এটি ছিল শাদাবের ৮৯তম পিএসএল ম্যাচ। এই অর্জনের মাধ্যমে চতুর্থ বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে ঢুকলেন ২৫ বছর বয়সী এই স্পিনার। তার আগে আছেন হাসান আলি (১১৮ উইকেট), ওয়াহাব রিয়াজ (১১৩) ও শাহীন শাহ আফ্রিদি (১০৯)। তবে স্পিনার হিসেবে প্রথম ১০০ উইকেটের মালিক শাদাব। গতকালের ম্যাচে শাদাব খান ৩ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই মুলতান সুলতান্স ১৬৮ রানে আটকে যায়। অন্য বোলারদের মধ্যে মোহাম্মদ নবী, জেসন হোল্ডার ও রিলি মেরেডিথ প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচটি ইসলামাবাদ ইউনাইটেড জিতে নেয় ৭ উইকেটে। এটি তাদের টানা পঞ্চম জয়। এ জয়ে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।