আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। টুর্নামেন্টের তৃতীয় আসরটিতে অংশ নিচ্ছে সাফভুক্ত সাতটি দেশ। আসন্ন আসরকে সামনে রেখে রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ দল খেলবে গ্রুপ ‘বি’ গ্রুপে। যেখানে তাদের দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশ দল কোনো শিরোপা অর্জন করতে পারেনি। তবে চারটি টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে লাল-সবুজের দলটি।