ইংল্যান্ডের পুরুষদের ২০২৪-২৫ মৌসুমের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জুড বেলিংহ্যাম।২২ বছর বয়সী এই মিডফিল্ডার গত বছর জাতীয় দলের হয়ে আট ম্যাচে একটি গোল করেছেন। তার নৈপুণ্যে লি কার্সলির অধীনে ইংল্যান্ড নেশনস লিগে উন্নীত হয় এবং পরবর্তীতে নতুন কোচ টমাস টুখেলের নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করে।সমর্থকদের ভোটে বেলিংহ্যাম ডিক্লান রাইস ও হ্যারি কেনকে পিছনে ফেলেন, যারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।রিয়াল মাদ্রিদের এই ফুটবলার ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে ইংল্যান্ডের বাইরে থাকা অবস্থায় বর্ষসেরা হওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড়। তার আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখের ওয়েন হারগ্রিভস প্রথম এ কৃতিত্ব অর্জন করেছিলেন। ইন্টারনেট।