আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচেই বাংরাদেশ মাঠে নামছে হংকংয়ের বিপক্ষে। আট জাতির টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবির রান স্কোরিং কর্মশালায় উপস্থিত হয়ে তিনি দলের জন্য আশার কথা শোনান। বাংলাদেশ ক্রিকেট দল এরই মধ্যে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে। এশিয়া কাপে লিটন দাসের নেতৃত্বে ভক্তদের প্রত্যাশাও তাই বেড়ে গেছে। তবে, বাস্তবে কেমন হবে, তা সময়ই বলবে।
স্পোর্টস রিপোর্টার: হিমালয়ের দেশ নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন। এদিকে বুধবার সন্ধ্যার আগে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতেই ঢাকায় ফিরতে পারবে বলে আশায় রয়েছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা।
কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ঢাকা থেকে জানানো হয়েছে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে আমাদের ফেরানোর চেষ্টা চলছে। এ নিয়ে কাজ করছেন সবাই। যুব ও ক্রীড়া উপদেষ্টাও আমাকে ফোন দিয়ে দলের খোঁজখবর নিয়েছেন। তখন তিনি দ্রুত ফুটবলারদের ফেরানোর চেষ্টার কথা বলেছিলেন। বাফুফে থেকেও সকালে এমনটি জানানো হয়েছিল।
বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটের অপেক্ষায় ফুটবলাররা। আমের খান বলেন, বিমানবন্দর খুলে দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও আমরা যেতে পারবো। তবে আমরা চাই রাতের মধ্যেই ফিরতে। কারণ, বিমানবন্দর এখন খুলে দিয়েছে। পরিস্থিতি আবার খারাপ হবে না, আবার
নেওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে। যে কারণে হোটেলে স্বস্তির মধ্যেই সময় কাটাচ্ছেন ফুটবলাররা। সকালে জিম সেশন করেছেন। বিকেলে শারীরিক কসরত করেন হোটেলেই। সন্ধ্যার আগে করেন মেন্টাল গেম সেশন।
বুধবার এক ভিডিও বার্তায় দলের সিনিয়র ফুটবলার সোহেল রানা বলেন, আজকের (বুধবার) পরিস্থিতি আগের দুদিনের চেয়ে ভালো। আমাদের পরিবারের সদস্যরা গত দুদিনে যে দুশ্চিন্তা করছিলেন, তাও এখন কমেছে এখানকার পরিস্থিতির উন্নতির খবর পাওয়ার পর। এখন আমরা হোটেলে নিজেদের নিয়মিত যে কাজগুলো আছে সেগুলো করছি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল নেপালে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হলেও দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যায়। তিনদিন ধরে ফুটবলাররা কাঠমান্ডুতে হোটেলবন্দি হয়ে আছেন।
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দলের নিরাপত্তা ও নির্বিঘœ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।আরও বলা হয়, বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।