ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। আর এবার ইংল্যান্ডে এসেই বিপরীত দলের হয়ে ঝলক দেখালেন এ ইংলিশ ফুটবলার। বৃহস্পতিবার রাতে বার্সেলোনার হয়ে প্রথম মাঠে নেমেই ইউসিএলে দারুণ দুটি গোল করে দলকে এগিয়ে নেন এ ফরোয়ার্ড। রাশফোর্ডের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লীগ শুরু করলো হান্সি ফ্লিকের দল।

সেন্ট জেমস পার্কে শুরু থেকেই দুই দল আক্রমণ, পাল্টা আক্রমণ করে। ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিক নিউক্যাসল। হার্ভে বার্নসের প্রথম শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটে বার্নসের আরেকটি শট আটকে দেন তিনি।

প্রথমার্ধে বার্সেলোনার শট বেশি হলেও কার্যকর ছিল না। ৬৫ শতাংশ বলের পজিশন ধরে রেখেও বার্সেলোনা ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল নিউক্যাসলের। ম্যাচের ১৮তম মিনিটে লেভানডভস্কির হেড ঠেকান নিক পোপ। প্রথমার্ধে দুই দলের আক্রমণ, প্রতিআক্রমণে গোলশুন্য থাকে।

হাফ টাইম পর ৫৮তম মিনিটে জুল কুন্দের ক্রসে দুর্দান্ত হেডে জাল খুঁজে পান রাশফোর্ড। ৬৭তম মিনিটে নিজের আরেকটি গোল করে বার্সাকে এগিয়ে নেন র্যা শফোর্ডই। প্রতিপক্ষের কাছ থেকে বল কাড়ার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে পাঠান ২৭ বছর বয়সী এ ইংলিশ তারকা। বলটি ক্রসবারে লেগে জড়ায় জালে। হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লীগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন রাশফোর্ড।

শেষ মুহূর্তে ৯০তম মিনিটে জ্যাকব মার্ফির পাস থেকে গোল করেন নিউক্যাশলের ফরোয়ার্ড গর্ডন। যোগ করা সময়ে আরও একটি নিশ্চিত সুযোগ পেয়েছিল বার্সেলোনা তবে তা আর কাজ লাগাতে পারেনি বার্সা। ইন্টারনেট।