এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরেছে। বুধবার সকালে ভারতের শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান হামজার-জামালরা।হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ১৮ কোটি মানুষ। তার অভিষেক ম্যাচে ভারতকে হারাবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিল তার ভক্তরা। আর তাদের ইচ্ছা পূরণে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন হামজা। কিন্তু দলের বাকিরা ছিলেন এলোমেলো।

একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি রাকিব-মোরসালিনরা। মাঝ মাঠের পাশাপাশি রক্ষণভাগেও অবদান রেখেছে হামজা। তাই কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। তাই শেষ পর্যন্ত গোল শূন্য থেকে মাঠ ছেড়েছে দুই দল। ফলে হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি এক পয়েন্ট।ড্র হলেও হতাশ নন হামজা। ম্যাচ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেছেন,‘গোল মিস না হলে অবশ্যই আমরা জিততাম।’ মন খারাপ হয়েছে কি না-প্রশ্নে হামজা বলেছেন, ‘না না না। ইটস অ্যা ব্যাড ডে।’ হামজা লন্ডন চলে যাচ্ছেন। যাওয়ার আগে বাংলাদেশের মানুষকে ঈদ মোবারক জানিয়ে গেলেন।

এদিকে জাতীয় দলের দায়িত্ব শেষে ফুটবলাররা এখন যার যার ক্লাবে ফিরবেন। একইভাবে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ত্যাগ করবেন হামজা। পরবর্তীতে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।অন্য ফুটবলারদের অনেকে ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন, আবার অনেকে ঈদের ছুটি কাটাতে সরাসরি বাড়িতে যাবেন। ভারত ম্যাচের জন্য ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত ছিল ঘরোয়া ফুটবল। দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।