আর্জেন্টিনা-ব্রাজিল এবং স্বাগতিক বাংলাদেশের দল নিয়ে ঢাকায় বসতে চলেছে লাতিন-বাংলা সুপার কাপ। তিন দেশ নিয়ে আসরে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় এসেছে ব্রাজিলের ফুটবল ক্লাব সাও বের্নার্দো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাজিলের ২৮ সদস্যের শক্তিশালী দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। আয়োজকরা জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলা দুজন ফুটবলার রয়েছে ব্রাজিলের এই দলটিতে। ব্রাজিল দলের আগমনে এই টুর্নামেন্টকে ঘিরে তৈরি হওয়া সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। বিমানবন্দর থেকে সাও বার্নার্দো দলকে নিয়ে যাওয়া হয় হোটেল রিজেন্সিতে। আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের তিনটি দল। বাংলাদেশে আসতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাও বার্নার্দো ক্লাবের কর্মকর্তারা। ব্রাজিলের টিম অর্গানাইজার থিয়াগো বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমরা দারুণ রোমাঞ্চিত। ব্রাজিল থেকে আমরা ভালো একটা দল নিয়ে এসেছি। আর্জেন্টিনা থেকে ও দারুণ একটা দল আসবে।’ দলটির কোচ লিওনার্দো সান্তোস জানান, ‘প্রথমবারের মতো আমার দল ও আমি বাংলাদেশে এসেছি। আমাদের খুবই ভালো লাগছে। সাও বার্নার্দো ব্রাজিলের পুরাতন একটি ক্লাব। আমাদের যেসব তরুণ খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে একটা শক্তিশালী দল মাঠে দেখা যাবে।’ দলের এক ফুটবলার বলেন, ‘আমরা আমাদের ফুটবল শৈলী দেখানোর জন্য এখানে এসেছি। এখানে আসার আগে আমাদের অনুশীলন যথেষ্ট ভালো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা অপেক্ষায় আছি।’ টুর্নামেন্টের আয়োজক এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যব¯’াপনা পরিচালক এমডি আসাদুজ্জামান এই দিনটির জন্য অপেক্ষার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অনেকের মনে সংশয় ছিল টিম কিভাবে আসবে, কেন আসবে, আসতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ব্রাজিল দল চলে এসেছে। আগামীকাল আর্জেন্টিনাও আসবে।’ তিনি আরও জানান, সুপার কাপের শেষ ম্যাচের সময় ব্রাজিলের পুরো দলের সাথে যোগ দেবেন কিংবদন্তি ফুটবলার কাফু। আজ বুধবার ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব দল। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই দলের সাথে খেলবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার (বাফুফে) দল। বাংলাদেশের দলে স্থানীয়দের পাশাপাশি খেলবেন বিতশোক, আরহাম, ক্যাসপারসহ প্রবাসে বেড়ে ওঠা প্রতিশ্রুতিশীল একঝাঁক ফুটবলার। এদিকে হোটেলে বিশ্রাম শেষে ব্রাজিল দলটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসেছিল। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বাংলাদেশের বনাম আজারবাইজান এর মধ্যকার ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছেন ব্রাজিলের ক্লাবের ফুটবলাররা। উল্লেখ্য লাতিন বাংলা সুপার কাপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ৫ ডিসেম্বর ব্রাজিল বনাম বাংলাদেশ, ৮ ডিসেম্বর আর্জেন্টিনা বনাম বাংলাদেশ ও ১১ ডিসেম্বর ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হবে।