হামজা-শামিত সোমদের অনুসরন করে আরও দুই বাংলাদেশী বংশম্ভূত প্রবাসি ফুটবল জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন। বাফুফে সূত্রে জানা গেছে, আগামী জুন উইন্ডোতে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে জাতীয় ফুটবল দলকে একটি প্রীতি ম্যাচ খেলানোর জন্য তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কম্বোডিয়া ও পূর্ব তিমুরের যেকোনো একটি দল হবে এমন ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছিল বাফুফে। তবে শেষ পর্যন্ত ওই দুই দেশের কোনোটাই হচ্ছে না প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ। হামজাদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভিয়েতনাম। এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানিয়েছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান।