উইম্বলডনের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে প্রস্তুতিটা দুর্দান্ত হলো কার্লোস আলকারাসের। চেক প্রজাতন্ত্রের ইজি লেহেচকাকে হারিয়ে আবার কুইন্স কাপে চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা।কুইন্স ক্লাবের অ্যান্ডি মারে অ্যারেনায় ফাইনালে প্রথম দুই সেটের জমজমাট লড়াই হয়। তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে তেমন একটা সুযোগ দেননি আলকারাস। ৭-৫, ৬-৭ (৫-৭), ৬-২ গেমে জিতে তিনি উঁচিয়ে ধরেন ট্রফি।এখন পর্যন্ত দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাস ২০২৩ সালে এখানে প্রথম শিরোপাটি জয়ের কয়েক সপ্তাহ আগে কুইন্স কাপ জিতেছিলেন। এই নিয়ে টানা ১৮টি ম্যাচ জিতলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় আলকারাস এবং ২০২৫ সালে এটা তার পঞ্চম ট্রফি। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে জিতেছেন ফরাসি ওপেন। এবার তার সামনে উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। আগামী ৩০ জুন থেকে মাঠে গড়াবে এবারের উইম্বলডনের মূল পর্ব। ইন্টারনেট
ফুটবল
উইম্বলডন শুরুর আগে কুইন্স কাপ জয় আলকারাসের
উইম্বলডনের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে প্রস্তুতিটা দুর্দান্ত হলো কার্লোস আলকারাসের। চেক প্রজাতন্ত্রের ইজি লেহেচকাকে হারিয়ে আবার কুইন্স কাপে চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা।কুইন্স ক্লাবের অ্যান্ডি মারে অ্যারেনায় ফাইনালে