এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হওয়ায় সাধারণত এশিয়ার দেশগুলোর সঙ্গেই খেলে বাংলাদেশ। কখনো এএফসির টুর্নামেন্টে আবার কখনো আমন্ত্রিত প্রীতি ম্যাচে। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলকে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলানোর পরিকল্পনা করছে। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় ইউরোপে পাঠানোর ব্যাপারে আলোচনা হয়েছে, ‘আগামী ১-৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ ম্যাচ খেলবে এটা সিদ্ধান্ত হয়েছে। আমরা হোমেও খেলতে পারি আবার অ্যাওয়েতেও। যদি অ্যাওয়ে খেলি সেক্ষেত্রে আমাদের ইচ্ছে ইউরোপে বাংলাদেশ দলকে পাঠানোর। ইউরোপে খেললে দু’টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।’ বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দল গত দুই যুগে ইউরোপ সফর করেনি। ২০০০ সালে ইংল্যান্ডে একটি ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলেছিল। যেখানে ভারত, পাকিস্তান অংশগ্রহণ করেছিল। সেপ্টেম্বর উইন্ডোতে সত্যিই যদি বাংলাদেশ ইউরোপে খেলে সেটা হবে দীর্ঘদিন পরেই।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ অক্টোবর ও নভেম্বরে। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেললে এশিয়ান কাপের জন্য প্রস্তুতিই হবে। ১-৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডো যেমন রয়েছে তেমনি ঐ সময় আবার এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইও আছে। দু’টি প্রতিযোগিতায় বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। জাতীয় দলের অনেক খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ এর নিচে। ফলে একই খেলোয়াড় দুই দলে খেলার জন্য যোগ্য। এমন বিড়ম্বনায় দল গঠনে সংকট তৈরি হয়েছে বিগত সময়ে। এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সভাপতি ও জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান আর ও বলেন, ‘আমাদের হাতে সময় রয়েছে। কোচিং স্টাফরা এই বিষয়গুলো আগামীতে কাজ করবে।’একই সময়ে দুই দলের দুই সূচি থাকায় ভিন্ন কোচিং স্টাফও প্রয়োজন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২৩ এশিয়ান গেমসের কোচ ছিলেন। এবারও তারই অনূর্ধ্ব-২৩ দলের কোচ হওয়ার আলোচনা ছিল। সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলের খেলা থাকায় এখন ভিন্ন কোচিং স্টাফ প্রয়োজন। এ নিয়ে ইমরুল হাসান বলেন, ‘জুন উইন্ডোর পর আমরা এ নিয়ে কাজ করব।’ জুন উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ১০ জুন এশিয়ান কাপ বাছাই খেলবে। এই দুই ম্যাচের জন্য আমের খানকেই পুনরায় ম্যানেজার করা হয়েছে। পেশাদার ম্যানেজার নিয়োগের আলোচনা ছিল। সেটা এখনো আলোর মুখ দেখেনি। গোলরক্ষক কোচে পরিবর্তন আসছে। বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়নের পরিবর্তে এবার বিদেশি গোলরক্ষক মিগেল পুনরায় আসছেন বলে জানা গেছে।