দেশের ফুটবলে হামজা চৌধুরী, সমিত সোম জামাল ভূঁইয়াদের মতো তারকাদের আগমনে রং ফিরতে শুরু করেছে। তাদের নান্দনিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অঙ্গনে। এবার বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কিন্তু তার আগে সব ধরনের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখবে তারা। গতকার রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে একটি মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সেখানে মূলত দুই পক্ষ একে অপরের সঙ্গে আইডিয়া শেয়ার করে। তবে সামনের দিনে ইইউকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব দেবে বাফুফে। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা ভবিষ্যতে একটা প্রপোজাল দিব। এই প্রপোজালের উপরে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করা যায়। তবে আমরা চাই অতি দ্রুত একটা পার্টনারশিপে চলে আসতে। ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার তারা খেলাধুলায়, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে উন্নয়নমূলক জায়গায় নিতে প্রাথমিভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, আমাদের ফুটবল ফেডারেশনের একটা ভিশন আছে, একটা চলমান কিছু ফর্মূলা আছে এবং কিছু কিছু সাফল্যের গল্পও আছে। এই সবগুলা কিন্তু সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়নে যারা সিদ্ধান্ত নেন তাদের মন জয় করার জন্য। এতে তাদের বুঝানোর জন্য সহজ হয়েছে। তারা বিশ্বাস করে স্পোর্টসে একটা অবদান রাখলে এর মাধ্যমেই বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে। ইইউ কর্মকর্তা মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এখানে এসেছি কারণ বাংলাদেশের ফেডারেশনগুলোকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। এটাই বড় খবর।’ আলোচনার বিষয়বস্তু ছাড়াও দেশের হালচাল নিয়েও কথা বলেন মিলার, ‘আজকের (রোববার) আলোচনা ছিল প্রাথমিক। তবে আমরা যখন আপনাদের দেশকে দেখি, তখন দেখি এটি একটি অত্যন্ত জটিল সময় পার করছে,বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে, নানা চ্যালেঞ্জ রয়েছে, যা আপনি-আমি গত সপ্তাহে, সপ্তাহান্তে দেখেছি এবং আগামী দিনগুলোতেও দেখব।’ বাংলাদেশের ইতিবাচক দিক নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত, ‘একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে,কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।’ ফুটবলের অবকাঠামো নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে৷ মিলার তা তুলে ধরে বলেছেন,‘আজ সকালেই আমরা এ বিষয়ে (অবকাঠামোগত) আলোচনা করেছি। ফেডারেশনের কাছ থেকে একটি প্রস্তাবের অপেক্ষায় থাকবো, এরপর আমরা সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবো। বাফুফের জন্য আমাদের কাছে রেডিমেড কোনও সমাধান নেই। তবে আমরা আলোচনা ও সমঝোতায় আনন্দিত এবং কীভাবে বাস্তব পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা করার জন্য নিজ নিজ ফেডারেশনগুলোর সঙ্গে বাফুফেকে যুক্ত করে দিতে প্রস্তুত।’
ফুটবল
ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে চায় ইইউ
দেশের ফুটবলে হামজা চৌধুরী, সমিত সোম জামাল ভূঁইয়াদের মতো তারকাদের আগমনে রং ফিরতে শুরু করেছে। তাদের নান্দনিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অঙ্গনে। এবার বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
Printed Edition