ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট অব্যাহত রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি ক্লাবই শেষ ষোলোতে জায়গা করে নিলেও ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে দুই দল— পালমেইরাস ও ফ্লুমিনেন্স।
সোমবার রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা শক্তিশালী ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় রেনাতো গাউচোর দল। অভিজ্ঞ আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্মান কানো জালের ঠিকানা খুঁজে পান দুর্দান্ত এক গোল করে। এরপর ইন্টার মিলান বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতাসূচক গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের যোগ করা সময়ে ফ্লুমিনেন্সের হারকিউলেস দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্স রক্ষণে মনোযোগ দেয়। তাদের রক্ষণভাগের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় ইন্টার মিলানের আক্রমণভাগকে। যদিও ম্যাচজুড়ে ফ্লুমিনেন্সের বল দখলের পরিসংখ্যান মাত্র ৩২ শতাংশ ছিল, তবুও তারা ১১টি আক্রমণ তোলে এবং ৪টি শট নেন লক্ষ্যে, যা ইন্টারের সমান।
এর আগে ব্রাজিলের দুই ক্লাব পালমেইরাস ও বোটাফোগো মুখোমুখি হয়েছিল নকআউটের প্রথম পর্বে। অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে পালমেইরাস। অন্যদিকে, ফ্লামেঙ্গো দুর্দান্ত খেলেও শেষ ষোলোতে ৪-২ গোলে হেরে বিদায় নেয় ইউরোপের জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
ব্রাজিলের ক্লাবগুলো এবার ক্লাব বিশ্বকাপে দারুণ ফুটবল উপহার দিচ্ছে এবং শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই নিজেদের তুলে ধরছে।