তারুণ্যের উৎসবের অংশ হিসাবে দেশের ৬৪টি স্কুলের ২১২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে আন্ত:স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সজিব) কাজী নজরুল ইসলাম। এ সময় ফেডারেশনের সভাপতি সৈয়দ ্আবু নাসের বখতিয়ার আহমেদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপী প্রতিযোগিতার খেলা আজ শুক্রবার শেষ হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
খেলা
আন্তঃস্কুল জিমন্যাস্টিক্স শুরু
তারুণ্যের উৎসবের অংশ হিসাবে দেশের ৬৪টি স্কুলের ২১২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে আন্ত:স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা।