সান্তোসে চুক্তি নবায়নের পর প্রথমবার মাঠে নেমে নিজের জাত চিনিয়ে দিলেন নেইমার জুনিয়র। শুক্রবার (১১ জুলাই) কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে গোল ও অ্যাসিস্টে সান্তোসকে এনে দিলেন ৩–১ গোলের জয়।

নতুন চুলের স্টাইলে মাঠে নামা নেইমার শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগের কড়া ট্যাকলের মুখোমুখি হন। তবে বল পায়ে নিজের চিরচেনা ঝলক দেখাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ২০ মিনিটে ট্রেডমার্ক পেনাল্টি থেকে সান্তোসের হয়ে প্রথম গোলটি করেন নেইমার। এটি তার চতুর্থ গোল ক্লাবটিতে ফেরার পর থেকে। এরপর ৩১ মিনিটে গিয়ের্মের করা দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন তিনি। বিরতির পর আর মাঠে নামেননি, তার বদলি হিসেবে নামেন পাদুলা।

এ ম্যাচের মাধ্যমে সান্তোসের মূল দলে অভিষেক হয়েছে ক্লাব কিংবদন্তি রবিনিওর ছেলে রবিনিও জুনিয়রের। বাবার ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়ে ১৭ বছর বয়সী রবিনিও জুনিয়র প্রথম ম্যাচেই আলো ছড়ান। দিয়েগো পিতুচার করা তৃতীয় গোলে অ্যাসিস্ট করে অভিষেক স্মরণীয় করে রাখেন তিনি।

ম্যাচ শেষে নেইমার বলেন, “এ ধরনের প্রীতি ম্যাচগুলো খেলোয়াড়দের ছন্দে ফেরার জন্য গুরুত্বপূর্ণ। আমরা কিছুদিন ধরে মাঠের বাইরে ছিলাম, তাই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এটা দরকার ছিল।”

নিজের শারীরিক প্রস্তুতি নিয়ে নেইমার বলেন, “যখন প্রথম এসেছিলাম তখনকার তুলনায় এখন অনেক উন্নতি করেছি। এখন শরীর ভালো লাগছে এবং আমি এই ফর্মে থাকতে চাই।”

নেইমারের ফেরার সঙ্গে সঙ্গে সান্তোস শিবিরে যেন ফিরে এসেছে আত্মবিশ্বাস ও তারুণ্যের ছোঁয়া—যার ইঙ্গিত মিলছে রবিনিও জুনিয়রের অভিষেকেও।