চকরিয়া সংবাদদাতা: চকরিয়ায় ৫২তম জাতীয় স্কুল এন্ড মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এরই মধ্যদিয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ নিশ্চিত করে দলটি। চকেউবি টিমের সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম। খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।