কাউনিয়ায় উৎসব মূখর পরিবেশে আলোর বাহনের ঈদ আয়োজন 'ঈদ প্রীতি ফুটবল ম্যাচ' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন,২৫) বিকালে প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমকে ইঞ্জিনিয়ারিং, ঢাকার সিইও ও কাউনিয়া সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব সেকেন্দার আলী বিএসসি। উক্ত খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. মোঃ বাবর আলী।
আলোর বাহনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ- এর সার্বিক তত্ত্বাবধাণে ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম কিবরিয়া, শহীদবাগ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যকার উক্ত খেলা নির্ধারিত সময়ে ২-২ এ সমতা হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়িয়ে ৩-৪ গোলের ব্যবধানে বিবাহিত একাদশ বিজয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিবাহিত একাদশের সবুজ মিয়া।
আরও উপস্থিত ছিলেন আলোর বাহনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বিপ্লব, অফিস সম্পাদক আব্দুল্লাহীল কাফী, প্রচার সম্পাদক সৈয়দ মাহদী আল হাসান, ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম, সহ সম্পাদক সফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ বাবু ও সাজ্জাদ হোসেন শামীম, কার্যনির্বাহী সদস্য ইয়ামিন মওলা, রাকিবুল ইসলাম আরিফ, সদস্য হোসাইন, মারুফ, হৃদয়, রাসেল, জিহাদ প্রমূখ।
খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে ট্রফি, প্রাইস মানিসহ প্রত্যেক খেলোয়ারকে একটি করে হাড়িভাঙ্গা আমের চারা প্রদান করা হয়। খেলায় রেফারি হিসেবে সোহেল রানা ও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আলোর বাহনের সদস্য রাহী।
আলোর বাহনের সভাপতি আসাদ হোসেন মিঠুন জানান, পবিত্র ঈদুল আযহার আনন্দকে বাড়তি মাত্রা দিতে আমাদের আজকের এই আয়োজন।
আলোর বাহনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আলোর বাহন শহীদবাগে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আয়োজনকে বাস্তবায়নে করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আলোর বাহনের যেসকল সদস্য সময় ও শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি।