ভারতে হকি এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। তাই বিশ্ব হকি ফেডারেশন এশিয়া কাপের ষষ্ঠ স্থান অর্জনকারী দলের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলার বিশেষ ব্যবস্থা করেছে। এই সিরিজে জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ এশিয়া কাপে ষষ্ঠ হয়। ফলে এখন বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে। এশিয়ান হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী ষষ্ঠ হওয়া দলটি এই সিরিজের স্বাগতিক হবে। সেই মোতাবেক ১৩, ১৪ ও ১৬ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্লে অফ সিরিজ হচ্ছে। সম্প্রতি এশিয়ান হকি ফেডারেশন এক বিবৃতিতে এই সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশন ১০-১৭ নভেম্বরের মধ্যে এই সিরিজ আয়োজনের নির্দেশনা দিয়েছিল। সেই মোতাবেক আমরা সূচি নির্ধারণ করেছি। এশিয়ান হকি ফেডারেশন আনুষ্ঠানিক অনুমোদন হওয়ায় এখন আমরা অন্যান্য কাজ শুরু করব।’
২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে অ-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশ হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল অ-২১ বিশ্বকাপের পর এশিয়া কাপের প্লে অফ আয়োজন করা। কারণ সিনিয়র দলে অ-২১ দলের আট জন খেলোয়াড় রয়েছেন। বিশ্বকাপের আগে এশিয়া কাপের ম্যাচ হলে অ-২১ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যঘাত ঘটবে।