স্নুকারে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জাড ট্রাম্প এ মৌসুমে ‘সেঞ্চুরি’র সেঞ্চুরি বা ১০০ বার ‘সেঞ্চুরি’ করে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা) বোনাস পেয়েছেন। বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় শন মার্ফির বিপক্ষে মাইলফলক পান ট্রাম্প। স্নুকারের স্টিক (কিউ) হাতে একটানা ১০০ পয়েন্ট পেলে সেটাকে বলা হয় সেঞ্চুরি। ৯৮ সেঞ্চুরি নিয়ে গত রোববারের ম্যাচ শুরু করেছিলেন ট্রাম্প। মোট তিনবার সেঞ্চুরির সেঞ্চুরি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ট্রাম্প।
ফ্রেম এইটে করেছেন ৯৮, ফ্রেম টেনে ৮৯ এবং ফ্রেম টুয়েলভে ৯৭। কিন্তু ফ্রেম ফোরটিনে ১০৬ এবং ফ্রেম ফিফটিনে ১৩২ পয়েন্ট তুলে নেন ট্রাম্প। বিবিসির ধারাভাষ্যকার জন ভিরগোর ভাষায় ট্রাম্পের এই অর্জন ‘ব্রেক বিল্ডিংয়ে মাস্টারক্লাস।’ মাইলফলকটি ছোঁয়ার পর তাঁর চোখেমুখে হাঁপ ছেড়ে বাঁচার প্রতিচ্ছবি ফুটে ওঠে। দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দেন এবং এই করতালির বৃষ্টিতে যোগ দেন ট্রাম্পের প্রতিপক্ষ শন মার্ফিও।
বিবিসি জানিয়েছে, স্নুকারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নিল রবার্টসন ২০১৩-১৪ মৌসুমে ১০৩টি সেঞ্চুরি করেছিলেন। তাঁর বাইরে শুধু ট্রাম্পই ২০১৯-২০ মৌসুমে সেঞ্চুরির সেঞ্চুরি করেন। প্রথম রাউন্ডে ঝু ইয়োলংকে ১০-৪ ব্যবধানে হারানোর পর ৯৮ সেঞ্চুরিতে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। সেঞ্চুরির সেঞ্চুরি হলে কেমন হবে, সেটি তখন জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে।
ট্রাম্প বলেছিলেন, ‘আগেরবারের চেয়ে অবশ্যই অনেক ভালো হবে। কারণ সেবার অনেক বেশি টুর্নামেন্ট ও ম্যাচ খেলেছি। ’২০১৯ সালে স্নুকারে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রাম্প মার্ফির বিপক্ষে ১০-৬ ব্যবধানে এগিয়ে।
কোয়ার্টার ফাইনালে উঠতে তাঁর আরও তিনটি ফ্রেম চাই। সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড় প্রাইজমানি হিসেবে পাবেন ৫ লাখ পাউন্ড। ইন্টারনেট