পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের সংবিধান লঙ্ঘনের অভিযোগ ছিল সালমান ইকবালের বিরুদ্ধে। তবে প্রিয় ছাত্রের পাশে দাঁড়িয়ে কর্তাদের বিরুদ্ধে কথা বলার পরই শাস্তি পেলেন। আজীবন নির্বাসিত পাকিস্তানকে অলিম্পিকে সোনা দেওয়া আরশাদের এই কোচ। অভিযোগ, পঞ্জাব অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সংবিধান লঙ্ঘন করেছেন ইকবাল। ছাত্রের চিকিৎসা নিয়ে দু’দিন আগে পাকিস্তান স্পোর্টস বোর্ডেও (পিএসবি) বিরুদ্ধে সরব হয়েছিলেন নাদিমের কোচ। তিনি বলেছিলেন, ‘পায়ের পেশির চোট সারানোর জন্য কিছু দিন আগে অস্ত্রোপচার ক রতে হয়েছে নাদিমকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় টোকিয়োয় বেশ গরম এবং আর্দ্রতা ছিল।