প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ শুরু হচ্ছে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার)। ১২ দল নিয়ে হওয়ার কথা থাকলে ও শেষ মুহূর্তে দুটি দল অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছে বলে জানা গেছে। দল দুটি হচ্ছে শেখ রাসেল চেস ক্লাব ও বাংলাদেশ বিমান। বাকি দলগুলোও তেমন বড় বাজেটের দল গড়েনি। ফলে আসন্ন দাবা প্রিমিয়ার লিগ অনেকটাই জৌলুসহীন হতে যাচ্ছে।দাবা ফেডারেশনের লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক লাভলু বলেছেন, 'বাংলাদেশ পুলিশ অনেক খেলা থেকে নিজেদের গুটিয়ে নিলেও দাবা সংশ্লিষ্ট সকলের অনুরোধে তাদের নিজস্ব দাবাড়ু দিয়ে লিগে অংশগ্রহণ করবে আমাদের জানিয়েছে। বাংলাদেশ বিমানকে লিগে অংশগ্রহণের অনুরোধ করলেও নানা সীমাবদ্ধতায় তারা অংশ নিচ্ছেনা। এর পাশাপাশি শেখ রাসেল চেস ক্লাবও অংশগ্রহণ করবে না।'২৩ এপ্রিল পর্যন্ত দাবাড়ু নিবন্ধন করাতে পারবে ক্লাবগুলো। ১২ দলের পরিবর্তে দশ দল অংশগ্রহণ করলে রেলিগেশন কয়টি হবে এটি একটি প্রশ্ন। এ নিয়ে লিগ কমিটির সম্পাদকের বক্তব্য, 'আমরা লিগ কমিটির সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেবো।'
বছর তিনেক আগে বাংলাদেশ দাবা প্রিমিয়ার লিগে ভারতের গ্র্যান্ডমাস্টার গুকেশ খেলেছেন। যিনি বিশ্বের সেরা দাবাড়ু খেতাব পেয়েছেন সম্প্রতি। আসন্ন দাবা লিগে বিদেশি কোনো গ্র্যান্ডমাস্টারকে নিবন্ধন করানোর কোনো তথ্য নেই ফেডারেশনের কাছে। ম্যানহাস ক্যাসেল, তিতাস বিদেশি খেলোয়াড় আনলেও সেটা আন্তর্জাতিক মাস্টার পর্যায়ের। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ আসন্ন লিগ বেশ রংহীন মনে করছেন, 'কয়েকটি দল খেলছে না। বিদেশি গ্র্যান্ডমাস্টারের কথাও শোনা যাচ্ছে না। ফলে লিগ আকর্ষণ হারাচ্ছে স্বাভাবিকভাবেই।' বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে গত বছর জাতীয় দাবা প্রতিযোগিতার সময় জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন।