৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, যশোর, চট্টগ্রাম ও জামালপুর। পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত খেলায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ আনসার। আনসার ৪০-১৪ গোলে হারিয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে আনসার ২০-০৭ গোলে এগিয়ে ছিল। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩-০৩ গোলে হারিয়েছে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ২৩-০১ গোলে এগিয়ে ছিল বিজিবি। যশোর জেলা ক্রীড়া সংস্থা ৩৩-২৫ গোলে হারিয়েছে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। প্রথমার্ধে ১৬-০৯ গোলে যশোর জেলা এগিয়ে ছিল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৩১-১৮ গোলে হারিয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল চট্টগ্রাম। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩০-২৭ গোলে হারিয়েছে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থাকে। অথচ প্রথমার্ধে জয়পুরহাট এগিয়ে ছিল ১৪-১৩ গোলে।