সৌদি আরবের রিয়াদ থেকে কামরুজ্জামান হিরু : সৌদি আরবে রিয়াদ শহরে চলমান ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ভারত্তোলনে প্রথমবারের মতো বাংলাদেশকে তিনটি পদক এনে দিলেন মারজিয়া আক্তার ইকরা। বাংলাদেশের এই ক্রীড়াবিদ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। শনিবার রাতে অনুষ্ঠিত ৫৩ কেজি ওজন শ্রেণির প্রতিযোগিতায় তিনি স্নাচ, ক্লিন এন্ড জার্ক ও দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।ফলে একাই দেশকে এনে দিলেন তিনটি পদক।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ওজন তোলেন। স্ন্যাচে তিনি ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি। ৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতা করেন। এর মধ্যে ট্রান্সজেন্ডার তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেছেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন তিনি।নারী বিভাগের ট্রান্সজেন্ডার খেলোয়াড়ের অংশগ্রহণ প্রসঙ্গে বাংলাদেশ ওয়েট লিফটিং ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানালেন নারী বিভাগে ট্রান্সজেন্ডার খেলোয়াড় অংশ নেয়ার অনুমোদন রয়েছে। এদিকে পদক জয়ী মারজিয়া আক্তার ক্যারিয়ারের সেরা অর্জনে দারুন খুশি। তার এই সাফল্যের পিছনে কোচ শাহরিয়ার সূচির অবদানের কথাও শিকার করতে কুণ্ঠাবোধ করেননি।তিনি বলেছেন সঠিক সময়ে কোচের টিপস গুলো পাওয়ায় সাফল্য এসেছে। আগামীতে আরও বড় প্ল্যাটফর্মে পদক জিততে চান মারজিয়া।

কোচ শাহরিয়ার সূচি শিষ্যের এমন সাফল্যে দারুন আনন্দিত। তিনি বলেন এর আগে খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক গেমসগুলোতে পদক জয় করেছেন। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই প্রয়োজনীয় দীক্ষা দিয়েছেন মারজিয়াকে। কখন কি পরিমাণ ওয়েট কল করতে হবে প্রতিপক্ষকে ঘায়েল করতে তা তিনি বলে দিয়েছিলেন। দেশের ওয়েট লিফটিং এর উন্নয়নে আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।এ ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব কাজী নজরুল ইসলাম বলেছেন বাংলাদেশের এই সাফল্য ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। পদকজয়ী ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে বলেও জানান। তিনি উল্লেখ করেন মারজিয়া জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিভা অন্বেষণের মাধ্যমে উঠে এসেছে। তাছাড়া এবারই প্রথম জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে গেমসের ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার একাই তিটি ব্রোঞ্জ অনেকটা চমকই বলা যায়। একই দিনে অনুষ্ঠিত বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হয়েছেন। উল্লেখ্য রিয়াদ ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭টি দেশ অংশগ্রহণ করেছে। তবে ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে মোট ৮টি দেশ অংশ নিয়েছিল। এই ইভেন্টে ইকরাকে পিছনে ফেলে রৌপ্য পদক জিতেছে ইন্দোনেশিয়া ও স্বর্নপদক জিতেছেন তুরস্ক।তবে ইরান, ব্রুনাই, সৌদি আরব, কুয়েত, আলজেরিয়া এবং আজারবাইজানের প্রতিযোগীকে হারিয়ে ইকরা বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন।

এদিকে প্রথমবারের মত ওয়েট লিফটিংয়ে পদক আসায় দারুন খুশি বাংলাদেশ শিবিরের ক্রীড়াবিদ ও সংগঠকরা। জিমন্যাসিয়ামে বসেই বাংলাদেশ দলের পদক জয়ী ইকরার পারফরম্যান্স পর্যবেক্ষণ করেছেন সেফ ডি মিশন অতিরিক্ত সচিব সেলিম ফকির,জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে প্রথমবারের মত ওয়েট লিফটিংয়ে পদক আসায় দারুন খুশি বাংলাদেশ শিবিরের ক্রীড়াবিদ ও সংগঠকরা। জিমন্যাসিয়ামে বসেই বাংলাদেশ দলের পদক জয়ী ইকরার পারফরম্যান্স পর্যবেক্ষন করেছেন সেফ ডি মিশন অতিরিক্ত সচিব সেলিম ফকির,জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।