নোভাক জকোভিচ আবারও ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন। মঙ্গলবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান টেনিস তারকা টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে (৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪) হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন সার্বিয়ান কিংবদন্তি। শেষ চারে তার প্রতিপক্ষ বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের এই ম্যাচ ঘিরে ছিল বাড়তি প্রত্যাশা। কারণ, এদিন মুখোমুখি হয়েছিলেন বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা ফ্রিটজ, যিনি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, আর ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দাঁড়ানো জকোভিচ। জকোভিচের বিপক্ষে আগের ১০ ম্যাচেই হেরেছিলেন ফ্রিটজ। মঙ্গলবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন সার্বিয়ান তারকা, এগিয়ে গেলেন ১১-০ ব্যবধানে। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হওয়ার পর জকোভিচকে দেখা যায় বিজয়ের আনন্দে নাচতে। দর্শকরা ফ্রিটজের লড়াকু মানসিকতার প্রশংসা করলেও শেষ পর্যন্ত করতালি পেয়েছেন জকোভিচই। এই জয়ে ক্যারিয়ারে ১৪তমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। সেমিফাইনালে আলকারাজের সঙ্গে তার লড়াই সরাসরি সম্প্রচার করবে ডিজনি। ইন্টারনেট।