বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী ৭ম চায়না এম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ। শনিবার থেকে ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আজ রোববার পর্যন্ত। শনিবার সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) সেলিম ফকির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াং কিয়াংকুয়ান, ডিন, স্কুল অব ফিজিক্যাল এডুকেশন, ইউনান মিনজু ইউনিভার্সিটি, কুনমিং, চায়না এবং কাজী নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। আরও বক্তব্য রাখেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এস এম শহিদুল হক ভুঁইয়া।
বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ও বিভিন্ন জেলাসহ মোট ১৭টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়রা উশুর বিভিন্ন কসরত ও প্রদর্শনী উপস্থাপন করেন।