প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পসামবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৪ হাজার ৯৮৫ জন যুব-যুবনীকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেয়া হবে। এ ছাড়া ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত প্রধান কর্মসূচিতে রয়েছে-আজ সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জাদুঘর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি,সকাল ১০টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. মাহবুব-উল-আলম।

এছাড়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব ও শেখ মইনউদ্দিন। এরপর জাতীয়, বিভাগীয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ট্রান্সজেন্ডার ও বিশেষ চাহিদাসম্পন্ন যুবদের মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে প্রদান করা হবে জাতীয় যুব পুরস্কার। পুরস্কারের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র থাকবে। সারাদেশে দিবসটি উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও ঋণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, উদ্যোক্তা সমাবেশ ও যুব মেলার আয়োজন করা হবে। এ ছাড়া স্মরণিকা, সফলতার গল্প সংবলিত গ্রন্থ, পোস্টার, স্টিকার, রিস্টব্যান্ড, টি-শার্ট ও ক্যাপ প্রকাশ ও বিতরণ করা হবে।