ফ্রেঞ্চ ওপেনে ক্যামেরন নোরিকে ৬-২, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। এই জয়ের মাধ্যমে তিনি রোলাঁ গারোঁতে তার ১০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন। ক্লে কোর্টের কিংবদন্তি রাফায়েল নাদালের (১১২ জয়) পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তিটি গড়েন তিনি। জোকোভিচ এ নিয়ে রেকর্ড ১৯তম বার ফ্রেঞ্চ ওপেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। যা কোনো পুরুষ খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। আর ৩৮ বছর বয়সে তিনি ১৯৭১ সালের পর ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বয়স্ক কোয়ার্টার ফাইনালিস্ট হয়েছেন। কোয়ার্টার ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জভেরেভের মুখোমুখি হবেন জোকোভিচ। ইন্টারনেট
অন্যান্য খেলা
ফ্রেঞ্চ ওপেন
শততম জয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
ফ্রেঞ্চ ওপেনে ক্যামেরন নোরিকে ৬-২, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। এই জয়ের মাধ্যমে তিনি রোলাঁ গারোঁতে তার ১০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন। ক্লে কোর্টের কিংবদন্তি রাফায়েল নাদালের