আজ থেকে ২০ জুন পর্যন্ত সিঙ্গাপুরে ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২’ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আরচ্যারী দল আজ শনিবার সকালে ঢাকা থেকে যাত্রা করবে। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আরচ্যারী দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে।

১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দলের নামের তালিকা:দলীয় কর্মকর্তাবৃন্দ: (১) মার্টিন ফ্রেডরিক-টিম ম্যানেজার, (২) মোহাম্মদ হসাান-প্রশিক্ষক, (৩) রিনা চাকমা-প্রশিক্ষক।রিকার্ভ পুরুষ আরচ্যার: (৪) আব্দুর রহমান আলিফ, (৫) রামকৃষ্ণ সাহা, (৬) মো: রাকিব মিয়া, (৭) মো: সাগর ইসলাম।রিকার্ভ মহিলা আরচ্যার: (৮) মোসা: মনিরা আক্তার।কম্পাউন্ড পুরুষ আরচ্যার: (৯) হিমু বাছাড়, (১০) নেওয়াজ আহমেদ রাকিব, (১১) মো: সোহেল রানা। কম্পাউন্ড মহিলা আরচ্যার: (১২) বন্যা আক্তার, (১৩) পুস্পিতা জামান ও (১৪) মোসা: কুলসুম আক্তার মনি।আগামীকাল অফিসিয়াল প্র্যাক্টিস, টিম ম্যানেজারস্ মিটিং ও ইকুইপমেন্ট ইন্সপেকশন করা হবে। ১৬ জুন ২০২৫ তারিখে টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হবে।