ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন নোভাক জকোভিচই। বৃটেনের ক্যামেরন নরির বিপক্ষে এ সার্বিয়ান তারকার জয় ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-২, ৬-৩ গেমে। এ নিয়ে হার্ড কোর্টে ১৯২তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন জকোভিচ, ভেঙে গেল রজার ফেদেরারের ১৯১ ম্যাচে জয়ের নজির। নিজ ম্যাচে জয় তুলে নেন এরিনা সাবালেঙ্কাও। অন্যদিকে, শেষ ষোলোর টিকিট পাওয়ার দিন হাঁটুর চোটে ভুগতে হয় কার্লোস আলকারাজকে। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে মাঠে নামা জকোভিচকেও এক পর্যায়ে কোর্টের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়। নারীদের এককে শেষ ষোলো নিশ্চিত করেন শীর্ষ বাছাই সাবালেঙ্কাও। বিশ্বের ৩১ নম্বর বাছাই কানাডার লেইলা ফার্নান্দেজের বিপক্ষে ৬-৩, ৭-৬ (৭-২) গেমে জয় তুলে নেন এ বেলারুশিয়ান তারকা। ম্যাচ চলাকালীন এক পর্যায়ে গ্যালারিতে এক ব্যক্তি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। জায়ান্ট স্ক্রিনে পুরোটা সময়জুড়ে থাকেন তারা দু’জনই। ইতালির লুসিয়ানো দারদেরিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট পান আলকারাজও। এ স্প্যানিশ তারকার জয় ৬-২, ৬-৪, ৬-০ গেমে। তবে ম্যাচে চোটের কারণে ভক্তদের মনে উদ্বেগ বাড়ান আলকারাজ। দ্বিতীয় সেটে হাঁটুতে অস্বস্তির কারণে ৪-৪ গেমের সময় চিকিৎসা বিরতি নেন এ ২২ বছর বয়সী তারকা। ইন্টারনেট।
অন্যান্য খেলা
রেকর্ড গড়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জকোভিচ
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন নোভাক জকোভিচই। বৃটেনের ক্যামেরন নরির বিপক্ষে এ সার্বিয়ান তারকার জয় ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-২, ৬-৩ গেমে। এ নিয়ে হার্ড কোর্টে ১৯২তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন জকোভিচ, ভেঙে গেল রজার ফেদেরারের ১৯১ ম্যাচে জয়ের নজির।
Printed Edition
