ভারতের চেন্নাই ও মাদুরাইতে চলছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। গ্রুপ লড়াই থেকে ছিটকে গেলেও স্থান নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে আমিরুল-রকিবুলরা। খেলাটি ভারতের মাদুরাই শহরে অনুষ্ঠিত হবে। বুধবার সকালে বিমানে করে চেন্নাই থেকে মাদুরাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের। কিন্তু ফ্লাইট জটিলতায় বিমান নয়, শেষ পর্যন্ত বাসে করে নির্ধারিত গন্তব্যে যেতে হয়েছে আমিরুল-রকিবুলদের। অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথমবারের মত খেলছে। গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়েছে চেন্নাইতে। তিন ম্যাচের দুটিতে শক্তিধর ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হয়েছে ড্র। এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেটা হচ্ছে আরেক শহর মাদুরাই। সেখানেই বাংলাদেশ দলের যাওয়ার কথা ছিল সকাল ১০টার ফ্লাইটে। যদিও বাংলাদেশ দল এই তথ্য জানতে পারে তার এক ঘণ্টা আগে। এই অবস্থায় বিমানবন্দরে যাওয়ার জন্য বাস পেতে সময় লাগায় আর বিমানে চড়া হয়নি। পরে নিরূপায় হয়ে কয়েক ঘণ্টার বাসভ্রমণ করে যেতে হয়েছে। তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক করা আমিরুল ইসলাম এ প্রসঙ্গে মোবাইলে সাংবাদিকেদের সাথে আলোচনাকালে বলেছেন, ‘আমাদের ফ্লাইটের সূচি জানতে পারি যাত্রার এক ঘণ্টা আগে। তড়িঘড়ি করে সেখানে যাওয়া কঠিন ছিল। তারওপর টিম বাস নিয়েও কিছুটা সমস্যা ছিল। তাই সড়কপথে মাদুরাই যেতে হয়েছে।’ এদিকে, বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপে তৃতীয় হওয়ায় সব মিলিয়ে ষষ্ঠ সেরা তৃতীয় দল হয়েছে। বাংলাদেশকে এখন ১৭ থেকে ২৫ স্থান নির্ধারণীর জন্য ম্যাচ খেলতে হবে। সেখানে ৪ ডিসেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে তারা চলে যাবে স্থান নির্ধারণীর সেমিফাইনাল। সেরা চারের বাধা পেরিয়ে ফাইনালেও জিতলে ১৭তম হবে বাংলাদেশ।
অন্যান্য খেলা
ফ্লাইট মিস করায় বাসে মাদুরাই গেলো বাংলাদেশ হকি দল
ভারতের চেন্নাই ও মাদুরাইতে চলছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। গ্রুপ লড়াই থেকে ছিটকে গেলেও স্থান নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হবে আমিরুল-রকিবুলরা।
Printed Edition