DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অন্যান্য খেলা

গ্র্যান্ডমাস্টার ছাড়াই এশিয়ান জোনাল দাবায় বাংলাদেশ

শ্রীলঙ্কার কলোম্বো শহরে আজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ দাবা ও বিশ মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করছেন

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
Default Image - DS

শ্রীলঙ্কার কলোম্বো শহরে আজ মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ দাবা ও বিশ মহিলা কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করছেন ১২ জন খেলোয়াড়। তবে নানান কারণে কোনও গ্র্যান্ডমাস্টার সেখানে খেলছেন না। ওপেন বিভাগে খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানার-আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, তানভীর আলম ও কাজী আফসান রওনক আনান। নারী বিভাগে খেলছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও আসিয়া সুলতানা। উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে হবে। ওপেন বিভাগের চ্যাম্পিয়ন বিশ্ব কাপ দাবায় এবং মহিলা বিভাগের চ্যাম্পিয়ন মহিলা বিশ্ব কাপে খেলার সুযোগ পাবেন। এছাড়া জোনাল দাবা হতে সরাসরি নর্ম অর্জন সম্ভব।