২০৩৫ অথবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপের জন্য বিড করতে চায় সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত। আয়োজন স্বত্ব পাইয়ে দিতে এশিয়া মহাদেশের রাগবি নিয়ন্ত্রক সংস্থা এশিয়া রাগবিও সৌদি, কাতার ও আরব আমিরাতকে সমর্থনও জানাবে। এশিয়া মহাদেশে এর আগে মাত্র একবারই রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালে জাপানে রাগবির নবম আসর অনুষ্ঠিত হয়। ২০২৭ সালে একাদশ আসর বসবে অস্ট্রেলিয়ায়। আর ২০৩১ দ্বাদশ আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ২০৩৫ সালের রাগবি বিশ্বকাপের বিডের জন্য মধ্যপ্রাচ্যের এই তিন দেশকে কঠিন লড়াই করতে হবে। কারণ, এরই মধ্যে ২০৩৫ বিশ্বকাপের জন্য তদবির শুরু করে দিয়েছে ইতালি ও স্পেন। যদি ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব না পায় এই তিন দেশ, তবে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিডি করবে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।
এদিকে মধ্যপ্রাচ্যের এই তিন দেশের কেউই রাগবি খেলুড়ে দেশ নয়। আর শক্তিমত্তার বিচারে এই তিন দেশও বেশ দুর্বল। আরেকটি কথা হচ্ছে, রাগবি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে আয়োজক দেশকেও বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়। আর এই তিন দেশ রাগবিতে তেমন শক্তিশালী না হওয়ায় বাছাইপর্ব পার করতে পারবে কি না সেটাও একটা প্রশ্ন। তবে বিশ্ব রাগবির নিয়ন্ত্রক সংস্থাকেও ফিফার পথ অনুসরণ করতে হতে পারে। অর্থাৎ, নিয়ম বদলে তিন স্বাগতিক দেশকে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ দেয়া। এশিয়া রাগবিও এ ধরনের সৃজনশীল চিন্তাভাবনা করছে। রাগবি বিশ্বকাপ আয়োজনের বিডে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী এশিয়া রাগবির সভাপতি কাইস আল দালাই। তিনি বলেছেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা ঘটতে পারে (মধ্যপ্রাচ্যের তিন দেশ যৌথ আয়োজক হতে পারে)।’