বিকেএসপিতে এবার অসুস্থ হয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে আম্পায়ার গাজী সোহেলকে। তবে তার শারীরিক পরিস্থিতি ততটা গুরুতর আকার ধারণ করেনি। এই মুহূর্তে শঙ্কামুক্ত তিনি। গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে তামিমের মতোই অনেকটা একই রকম ঘটনা ঘটেছে। আম্পায়ার গাজী সোহেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা প্রিমিয়ার লিগে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ম্যাচের আম্পায়ার গাজী সোহেল টসের পর অসুস্থ হয়ে পড়েন। টসের পর থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। মাথা ঘোরার পাশাপাশি তার ঘুম ঘুম ভাব হচ্ছিল। পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সামির উল্লাহ তাকে পর্যবেক্ষণ করেন। গণমাধ্যমকে এই চিকিৎসক বলেছেন, ‘আমরা ওনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাতে ঠিকমতো ঘুম হয়নি। সেখান থেকেই শরীর দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। ব্লাড প্রেশার স্বাভাবিক, তবে হার্ট রেট কিছুটা বেশি ছিল।’ ঘণ্টাখানেক পর্যবেক্ষণে রাখার পর গাজী সোহেলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাকে নিয়ে কোনও শঙ্কা নেই। প্রসঙ্গত, গাজী সোহেল অসুস্থ হওয়ায় তার বদলি হিসেবে আম্পায়ারিং করছেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া আছেন হাবিবুর রহমান। কদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া তামিম বর্তমানে অনেকটাই সুস্থ। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্লাব ক্রিকেটে ফের অসুস্থতার খবর। দেশের ক্রিকেটে বেশ পরিচিত মুখ আম্পায়ার গাজী সোহেল। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
অন্যান্য খেলা
অসুস্থ আম্পায়ার সোহেল এখন শঙ্কামুক্ত
বিকেএসপিতে এবার অসুস্থ হয়ে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে আম্পায়ার গাজী সোহেলকে। তবে তার শারীরিক পরিস্থিতি ততটা গুরুতর আকার ধারণ করেনি। এই মুহূর্তে শঙ্কামুক্ত তিনি।