আগামীকাল রোববার থাইল্যান্ডে শুরু হচ্ছে দাবার ব্যাংকক ওপেন টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের। এখনও ভিসা না পাওয়ায় দুই জনের এই টুর্নামেন্টে অংশগ্রহণের সম্ভাবনা এখন একেবারেই কম। ফাহাদ ও নীড় দুই জনই টুর্নামেন্টে খেলার জন্য বিমানের টিকিট কেটে রেখেছিল। গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসেও ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে তাদের। ভিসা পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না দুই দাবাড়ু। ফলে ফাহাদ-নীড় ব্যাংকক টুর্নামেন্টে খেলার আশা একপ্রকার ছেড়েই দিয়েছেন। থাইল্যান্ড এখন অনলাইনে আবেদনের মাধ্যমে বাংলাদেশিদের ই-ভিসা প্রদান করছে। সাম্প্রতিক সময়ে এই ভিসা পেতে সময় লাগছে এক থেকে দেড় মাস পর্যন্ত। বাংলাদেশের দুই দাবাড়ু টুর্নামেন্ট আয়োজকদের কাগজপত্রের মাধ্যমে গত ২৫/২৬ মার্চ থাইল্যান্ডের ভিসার আবেদন করেছিলেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ভিসা পোর্টালে ‘পেন্ডিং অ্যাপ্রুভাল’দেখাচ্ছে বলে জানিয়েছেন দুই দাবাড়ুর পরিবার।
অন্যান্য খেলা
ভিসা জটিলতায় অনিশ্চিত দুই দাবাড়ুর ব্যাংকক টুর্নামেন্ট
আগামীকাল রোববার থাইল্যান্ডে শুরু হচ্ছে দাবার ব্যাংকক ওপেন টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের দুই