বাংলাদেশ রোলার স্কেটিং ইতিহাসের অন্যতম অধ্যায় রচিত হয়েছে। বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী বাংলাদেশের পক্ষে অর্জন করেছে ২টি স্বর্ণ পদক। ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং-এর তত্ত্বাবধানে এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং ইনভাইটেশনাল প্রতিযোগিতা”-তে ৫০০ মিটার ও ১০০০ মিটার +ডি ক্যাটাগরির জুনিয়র এ গ্রুপে বাংলাদেশের প্রতিযোগী বগুড়ার ছেলে নবিউন ইসলাম পৃথিবী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছেন। দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্য পুরো এশিয়াজুড়ে ব্যাপক প্রশংসা ও গৌরবের জন্ম দিয়েছে। এটি নিঃসন্দেহে দেশের রোলার স্কেটিং ইতিহাসে এক গর্বের মুহূর্ত।