শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে কোচ মামুন উর রশীদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় হকি দল এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আগামী বৃহস্পতিবার এখানে শুরু হবে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে পুস্কর খীসা মিমোরা টুর্নামেন্ট শহরে পৌঁছালেও তার কোনো তথ্য জানায়নি বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশন ঘুমিয়ে থাকলেও বাংলাদেশ দলের জাকার্তা রওনা দেয়ার খবর ফলাও করে প্রচার করেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশ দলের ঢাকা ত্যাগের খবর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ দেয়া হয়েছে। এর পাঁচ ঘণ্টা পর ফেডারেশনের কর্মকর্তারা হকি দলের জাকার্তা পৌঁছানোর খবর সরবরাহ করে গণমাধ্যমে। বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা, থাইল্যান্ড কাজাখস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। ২৭ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।

এদিকে এত বড় আসরে খেলতে গেল ও বাংলাদেশ দলকে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই মাঠে নামতে হচ্ছে শিরোপা ধরে রাখার মিশনে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, তারা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কোনো দল পায়নি। গত ২০ ফেব্রুয়ারি ৫৭ জন খেলোয়াড়কে কুপার টেস্টের মাধ্যমে শুরু হয়েছিল প্রস্তুতি প্রক্রিয়া। সেখান থেকে বাছাইকৃত ৪৫ জন নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয় আবাসিক ক্যাম্প। সেখান থেকে ৩৩ এবং পরে ২৪ জনে দল কমিয়ে আনেন কোচ। রোববার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। ১৮ জনের হকি দল: হুজাইফা হোসেন, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন জয়, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ নিপ্পন। স্ট্যান্ডবাই ৬ জন: মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।